ঢাকা | বঙ্গাব্দ

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2025 ইং
ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
ad728

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সেসব তরুণদের তপশিল ঘোষণার আগে ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না। এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রতিদিন আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স