ঢাকা | বঙ্গাব্দ

গাজায় বেছে বেছে নারী ও শিশুর ওপর হামলা: জাতিসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2025 ইং
১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু । ছবি: আলজাজিরা ছবির ক্যাপশন: ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু । ছবি: আলজাজিরা
ad728

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে শুধু নারী ও শিশুরা—জাতিসংঘের বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু বলে জানানো হয়। খবর আলজাজিরার।

সর্বশেষ শুক্রবার ভোর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাগুলো অধিকাংশই হয়েছে শরণার্থী তাবুতে, যেখানে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ধরনের হামলার কড়া সমালোচনা করে বলেছেন, ‘এটা যদি বর্বরতা না হয়, তাহলে বলুন তো, বর্বরতা কাকে বলে?’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকেই মারা গেছেন ১ হাজার ৫৪২ জন।

বর্তমানে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি ৫০ হাজার ৯১২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। সরকারের গণমাধ্যম দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আসলে ৬১ হাজার ৭০০-এরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে থাকা বহু মানুষ নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে অপহরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স