নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত
বিরোধের জেরে আপন ছোট ভাইদের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন
স্কুল শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।
গত ৭ এপ্রিল (মঙ্গলবার) তিনি লোহাগড়া
থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত জামিয়ার রহমানের ছেলে শিক্ষক মোঃ গোলাম
মোস্তফা দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে আপন ছোট ভাই আনিস জামান
(বিমান বাহিনীর কর্মকর্তা), আমিনুল বারী ও রফিউল বারীর সঙ্গে বিরোধে
জড়িয়ে পড়েছেন।
গোলাম মোস্তফা জানান, তার বাবা ও চাচার ক্রয়কৃত ৪৫ শতাংশ জমির মধ্যে বাবার
২২.৫০ শতাংশ জমির ওয়ারিশ ৭ জন। এছাড়া তার নিজের নামে খরিদকৃত ৪.২০ শতাংশ
জমি রয়েছে। এছাড়া চাচার অংশ থেকে তার দুই বোনের নামে ১.৩৩ শতাংশ জমি দলিল
হয়েছে এবং সেই অংশ থেকে ০.৮৮ শতাংশ জমি তার নামে দলিল হয়েছে। সবমিলিয়ে
বর্তমানে তার মালিকানাধীন জমির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ১০ শতাংশ।
গোলাম মোস্তফার অভিযোগ, ১৯৮৮ সালে গ্রাম্য মুরব্বিদের মাধ্যমে জমি ভাগাভাগি
হলেও ২০১১ সাল থেকে তিন ভাই মিলে মার্কেট নির্মাণের নামে তার জমি দখলের
পাঁয়তারা শুরু করে। ইতোমধ্যে তারা প্রায় ১২-১৩ ফুট জমি অতিরিক্ত দখল করে
নিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ছোট ভাই আনিস জামান বিমান বাহিনীর
কর্মকর্তা হওয়ায় নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তাকে গুম, খুন ও
হামলার হুমকি দিয়ে আসছে। হুমকির বিভিন্ন অডিও রেকর্ড এবং মেসেজ তার কাছে
সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আনিস জামান, আমিনুল বারী ও রফিউল বারীর সাথে মুঠোফোনে
যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে গোলাম মোস্তফা জানান, “আমি ও আমার
পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। জীবনের নিরাপত্তা ও পৈত্রিক
সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

”
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান
বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।”