স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা ছাত্রদল বর্তমানে কার্যত অস্তিত্ব সংকটে পড়েছে। সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের অভাব ও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতার কারণে দিন দিন পিছিয়ে পড়ছে দলটির কার্যক্রম।
জানা গেছে, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস বর্তমানে সংগঠন থেকে নিষ্ক্রিয়। তিনি ইতোমধ্যে নড়াইল পৌর বিএনপির নির্বাচন সম্পন্ন করেছেন এবং মূলত সেখানেই সক্রিয় রয়েছেন। অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি খন্দকার মনজুরুল সাঈদ বাবু এখন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি এখনও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির পদে বহাল রয়েছেন, এতে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
নড়াইল জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যত কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। ফলে বিভিন্ন ইউনিট নেতাকর্মীরা হয়ে পড়েছেন নিষ্ক্রিয়। সর্বশেষ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি পালনেও বারবার ব্যর্থ হয়েছে জেলা ছাত্রদল, যার ফলে বেশ কয়েকজন ইউনিট প্রধানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্র।
দলের অভ্যন্তরে নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জোরালো হয়ে উঠেছে। তাদের মতে, একটি সক্রিয় ও কার্যকর নেতৃত্ব ছাড়া নড়াইল জেলা ছাত্রদলকে সংগঠিত করা সম্ভব নয়। নতুন উদ্যমে, সঠিক নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলকে আবারও মাঠে সক্রিয় দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা।