ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, ১৩টি ট্র্যাক্টর চালকের অর্থদন্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2025 ইং
লক্ষ্মীপুরে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, ১৩টি ট্র্যাক্টর চালকের অর্থদন্ড ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, ১৩টি ট্র্যাক্টর চালকের অর্থদন্ড
ad728

সোহেল হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি।


লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কে চলাচলকারী ও ফসলী জমি বিনষ্টকারী ১৩টি জন ট্রাক্টর চালকের অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট। শনিবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩ টি ট্রাক্টর চালকের এক লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।


দন্ডপ্রাপ্তরা হলেন, ট্রাক্টর চালক রিয়াদ, সহিদ, ফয়সাল, বিপ্লব, শামীম, রাসেল, সুজন, তারেক, রাকিব হোসেন, সুমন, রাকিব, ইউসুফ ও লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহেল।


 আধার মানিক সড়কে চলাচল ও ফসলী জমি বিনষ্টকারী ১১টি অবৈধ ট্রাক্টর আটক করে স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।


এসময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস ব্যতীত ট্রাক্টর সড়কে চালানো এবং গ্রামীণ সড়ক বিনষ্ট করার অপরাধে সড়ক পরিবহণ আইনে ১১ জন চালক-মালিকের এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনার সময় সড়কে অবৈধ ট্রাক্টর চালানো হতে বিরত থাকার বিষয়ে ট্রাক্টর মালিক ও চালকদের নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জামশেদ আলম রানা জানান

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স