নেত্রকোণার কলমাকান্দায় আকস্মিক বজ্রপাতে দিদারুল ইসলাম নামে এক কওমী মাদরাসার শিক্ষক ও মদনে আরাফাত মিয়া নামে এক মাদরাসার ছাত্র মারা গেছেন।
রোববার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে জেলার কলমাকান্দার খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রাম ও সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে এসব ঘটনা ঘটে।
কলমাকান্দায় নিহত দিদারুল ইসলাম স্থানীয় একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রোববার দিবাগত রাত ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হোন মাদরাসা শিক্ষক দিদারুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, জেলার মদনে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তার। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, ‘ আরাফাত নামে এক মাদরাসা শিক্ষার্থীর বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।