সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ৬১ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ছিলেন একমাত্র উজ্জ্বল মুখ — ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান। এছাড়া জাকের আলী করেন ২৮ এবং হাসান মাহমুদ ১৯ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
জিম্বাবুয়ের হয়ে পার্টটাইম স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি নেন ৩টি করে উইকেট। ভিক্টর নিয়াউচি নেন ২ উইকেট এবং ওয়েসলি মাধেভেরে পান ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
দিনের শেষ সেশনে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও ম্যাচ চালিয়ে নেয় আম্পায়াররা। এখন দেখার, বল হাতে কেমন জবাব দেয় বাংলাদেশ।