নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একটি চোরাই ইজিবাইক উদ্ধার। ও চুরির সাথে
জড়িত সুজন উদ্দিন শেখ (২৭), মো.রোমান শেখ (২৯) নামের দুইজন চোরকে গ্রেফতার
করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলায় নাকশী মাদ্রাসা বাজারের
রাস্তায় উপর থেকে তাদেরকে গ্রেফতার করে এবং সাথে থাকা একটি চোরাই ইজিবাইক
উদ্ধার করে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা শাখার পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা- হলেন যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের গ্রামের জহির
উদ্দিনের ছেলে সুজন উদ্দিন। পিরোজপুর জেলার নাজিরপুর থানার মধ্য রামনগর
গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে রোমান শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ
বাজার থেকে দেবেন্দ্রনাথ এর ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে কালীগঞ্জ থানার
একটি মামলা করেন, মামলা নম্বর ১৪ ,নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায়
সন্ত্রাসী,মাদক,চোর,সহ নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে গোপন
সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.শাহাদারা খান পিপিএম
এর তত্ত্বাবধানে এসআই মো.ফারুক হোসেন ,সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলায়
অভিযান চালিয়ে ২ জন চোর,১টি সবুজ রঙ্গের ইজিবাইক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ
থেকে চুরি করিয়া বিক্রি করার জন্য গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। উক্ত
সংবাদের ভিত্তিতে হাইওয়ে সড়ক নাকশী মাদ্রাসা বাজার থেকে ইজিবাইক উদ্ধার
করে ও ২ জন চোরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। পরে তাদেরকে
ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো.শাহাদারা খান বলেন, সন্ত্রাসী,মাদক,চোর, ও অনৈতিক কাজে লিপ্ত থাকা
ব্যক্তি বর্গদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে।