ঢাকা | বঙ্গাব্দ

কেউ ঘুষ চাইলে কী করতে হবে, জানালেন আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2025 ইং
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ad728

ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ইমেইল করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ এপ্রিল) ফেসবুকে নিজের ভেডিফায়েড পেজে এক পোস্টে এমন আহ্বান জানান এই উপদেষ্টা।

পোস্টে আসিফ লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে, সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।’

আরও বলা হয়, ‘অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে, তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।’

‘অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: advisorasifofficial1@gmail.com’

পোস্টে উপদেষ্টা আরও লেখেন, ‘জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।’


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স