ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ৬৯ জনের নামে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মনির স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে অবস্থিত বিএনপির অফিসে ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখসহ ১০০- ২০০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) সকালে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম শেখ বাদী হয়ে মামলাটি করেছেন। রবিউল ইসলাম শেখ, মামলার এজাহার বিবরণে তিনি নিজেকে ইতনা ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়েছেন। মামলার বাদি অভিযোগ করেন যে, গত রবিবার (১৩ এপ্রিল) ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে অবস্থিত বিএনপির একটি অফিসে বাদি রবিউলসহ বিএনপির নেতাকর্মীরা তাঁদের সাংগঠনিক কার্যক্রম ও ফিলিস্তিনের মুসলিমদের জন্য তহবিল ও জনমত গড়ে তোলার বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এসময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুকের নেতৃত্ব আসামিরা ককটেল, লোহার পাইপ এবং চাইনিজ কুড়াল, চাপাতি, এবং অবৈধ পিস্তলসহ বিএনপির নেতাকর্মীদের অফিস থেকে বের করে দেয়। তারপর সেখানে আসামিমকলেজ,হাফিজুর,আরজ,কিরামত, আবু, ইমদাদ,সাগর, ইমরান,শাহাদুল এদের হাতে থাকা ৮-১০ টি ককটেল নিক্ষেপ করে তারা। এসময় ফ্যাসিস্টরা দুই একটি বিএনপি ধর, ধরে ধরে জবাই কর বলে স্লোগান দিতে থাকে। বাদি এজাহারে আরো উল্লেখ করেন, অফিস কক্ষে সাটানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার টেনে ছিড়ে ফেলার চেষ্টা করেন,শিহাব, আকাশ, সুরুজ, রিজু, রুবেল, কিরামত, সাকিবসহ অন্যান্য আসামীরা। এসময় তারা বিএনপির দলীয় অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছে। 

 এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, মামলার পরপরই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স