দিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন ধসে পড়ে চারজন নিহত হয়েছেন এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ৮-১০ জনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ভবনটি ভেঙে পড়ে রাত ৩টার দিকে। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দিল্লির জিটি বি হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে ‘প্যানকেক ধস’ হিসেবে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা। ভবনটির প্রতিটি তলা ওপরের তলার নিচে একের পর এক চেপে গেছে। এমন ধসের পর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন এনডিআরএফের উপ-মহাপরিদর্শক মোহসেন শাহীদি।
তিনি বলেন, ‘জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা খুবই সীমিত, তবে আমরা আশা ছাড়িনি। প্রতিটি ধ্বংসাবশেষ ধীরে এবং সাবধানে সরিয়ে দেখা হচ্ছে।’ ঘটনাস্থলটি ঘিঞ্জি হওয়ায় ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
ধসের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে দেখা যায় হঠাৎ একটি ঝলকানি ও ধুলোর ঘন মেঘে রাস্তা ঢেকে যায়। এরপর ক্যামেরার দৃশ্য অস্পষ্ট হয়ে যায়।
আগের রাতে দিল্লিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গিয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই এই ভবনধসের ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহেও দিল্লির মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দু’জন আহত হয়। একই দিনে উত্তর প্রদেশের মেরঠে ঝড়ে একটি বাড়ি ভেঙে পড়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।