ঢাকা | বঙ্গাব্দ

গাজায় এখনই খাদ্য প্রয়োজন: ডব্লিউএফপি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2025 ইং
তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: আলজাজিরা ছবির ক্যাপশন: তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: আলজাজিরা
ad728

ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে। খবর আলজাজিরার।

গাজার পূর্বাঞ্চলের তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ‘গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না।

আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা আর খাদ্যসংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে অপহরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স